এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    শান্ত-মুমিনুলের প্রতিরোধ, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম

    শান্ত-মুমিনুলের প্রতিরোধ, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম

    রবিবার (২০ এপ্রিল) সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ১ রানের ব্যবধানে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন ভিক্টর নায়ুচি। সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।


    এদিকে দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা সামলে দলের হাল ধরেন শান্ত ও মুমিনুল। ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নিচ্ছেন শান্ত-মুমিনুল। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে ৮৪ রান তুলতে সক্ষম হয়েছে স্বাগতিকরা। এখন দেখার বিষয়, লাঞ্চের পর তারা এই জুটি কতদূর টেনে নিতে পারেন।

    প্রথম দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৪ রান। শান্ত ৪৩ বল খেলে পাঁচটি চার মেরে অপরাজিত ৩০ রানে, আর মুমিনুল ৪৬ বলে দুটি চারে অপরাজিত ২১ রানে ব্যাট করছেন। এই জুটির পঞ্চাশ পূর্ণ হয় ৭৭ বলে।

    আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার সাদমান-জয়। তবে হঠাৎই ছন্দপতন। ভিক্টর নায়ুচি প্রথম সাফল্য এনে দেন জিম্বাবুয়েকে। ইনিংসের নবম ওভারে ব্রায়ান বেনেটের ক্যাচে পরিণত হন সাদমান। বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ বলে ১২ রান করে সাদমান বিদায় নেন।

    এক ওভার বিরতি দিয়ে নায়ুচি তুলে নেন দ্বিতীয় ওপেনার জয়কেও। এবার উইকেটের পেছনে ক্যাচ নেন নায়াশা মায়াভো। ৩৫ বলে ১৪ রান করেন জয়।

    এরপর মুমিনুলকে সাথে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।

    সেশন শেষে মুমিনুল ও শান্ত অপরাজিত আছেন যথাক্রমে ২১ ও ৩০ রানে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…