মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
ঢাকাগামী একটি পিকাপভ্যান দ্রুতগতিতে মহাসড়কের ভাটেরচর এলাকা অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকাপের সামনের অংশ দুমরে-মুচড়ে যায় এতে চালক আটকে পরেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্বার করে।
চালককে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত চালক সানি মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর গ্রামের আসু মিয়ার ছেলে।
গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তার রিফাত মল্লিক জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
এআই