কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৪৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার চরকাওনা-মইষাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে ফসলের জমির মধ্যে থাকা পানি দেয়ার মেশিনের ঘরের মধ্যে অবস্থান নেয় তাহের মিয়াসহ ৩ জন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার। বাকি ২ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আবদুল আহাদ বাবুল আবু তাহের মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই