নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- বরিশাল জেলার কাজীরহাট এলাকার মো. সুমন হোসেনের ছেলে রিফাত হোসেন (১৯)। মামলার অপর আসামি হলেন বরিশালের কাজীরহাট এলাকার আবদুল মালেকের ছেলে ও আটককৃত রিফাতের পিতা মো. সুমন হোসেন (৩৯)।
এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হাজী মো. খলিলুর রহমান ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম রাতে খলিলুর রহমানের বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তিনটি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ফ্ল্যাট থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এআই