বরিশাল সিটি কর্পোরেশনের ১৬০ জন শ্রমিককে পুনর্বহাল করা ও বকেয়া বেতন দুই মাসের পাওয়াসহ দুই দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কর্পোরেশনের চাকরিচ্যুত কর্মচারীরা।
বিনা নোটিশে কোন প্রকার সার্ভিস বেনিফিট বা গ্রাচুইটি ব্যবস্থা না করে দৈনিক মজুর ভিত্তিক এই কর্মচারীদের বের করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নগর ভবনের সামনে সড়কে এই কর্মসূচি করে তারা। এ সময় প্রায় এক ঘন্টা নগরীর অভ্যন্তরে ফজলুল হক এভিনিউ এবং গির্জা মহল্লা এলাকার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে দিতে পারতে হয় যাত্রীদের।
শ্রমিকরা জানায়, শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক চাকরির ছয় মাস অতিবাহিত হলে কর্তৃপক্ষ তাকে স্থায়ী না করলেও সে আইনের চোখে স্থায়ী শ্রমিক হিসেবে গণ্য হবে। ছাটাইকৃত শ্রমিকদের অনেকেই পৌরসভা আমল থেকে ৩৫ বছর ধরে চাকরি করে আসছেন। কর্মসূচিতে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক মনীষা চক্রবর্তী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি জানান, দৈনিক মজুরি ভিত্তিক এবং বয়স ৬০ বছরের উর্ধ্বে চলে যাওয়ায় তাদেরকে বাদ দেয়া হয়েছে। এর বাইরে কোন যৌক্তিক দাবি থাকলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে।
এসআর