এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    কৃষি ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

    কৃষি ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক (বিএসসি) ডিগ্রিধারী কৃষিবিদদের অধিকার রক্ষা ও চলমান বৈষম্য নিরসনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে কৃষি অনুষদের বিভিন্ন বর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি উপাচার্যের বাসভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের আমতলায় এসে শেষ হয়। বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের ৮ দফার মধ্যে অযৌক্তিক দাবির প্রতিবাদ জানায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

    সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, 'আজ এমন আন্দোলনে কেনো করতে হবে আমাদের, ক্লাস পরীক্ষা বর্জন করে? ডিপ্লোমাধারীরা তাদের অযৌক্তিক দাবি তুলেছেন, ২০২৪ পরবর্তী সময়ে আবারও কেনো সংরক্ষিত আসনের কথা উঠবে। তারা খামার বাড়ি দখল করার মতো সাহস পায় কোথা থেকে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন দেশে বিশৃংখলা না করতে পারে।'

    এসময় কৃষি অনুষদের স্নাতকোত্তর একজন শিক্ষার্থী বলেন, 'পদোন্নতির নামে ৯ম গ্রেডের চাকরির সুযোগ নিয়ে ডিপ্লোমাধারীরা যে দাবি করছে তা অযৌক্তিক তো বটে, এক প্রকার অবৈধ দাবি। আমরা এসএসসি, এইসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ নিয়ে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়। বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে অনার্স শেষে বিসিএসের মত তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করি। দিন-রাত কষ্ট করে ৯ম গ্রেডে গেজেটেড হয় অথচ এমন ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে ৯ম গ্রেডের দাবি, নিতান্তই হাস্যকর।'

    সমাবেশে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, 'কৃষি গ্রাজুয়েটদের যে সম্মান যে মর্যাদা ডিপ্লোমাধারীদের দাবি একসাথে মিলালে দেশের কৃষিবিদদের সম্মানের জায়গা ক্ষুণ্ন হয়। যার যেমন সম্মান তাকে তেমনটা দেওয়া উচিত বলে মনে করি। এমনটি নাহলে সর্বোপরি দেশের কৃষি খাতের ক্ষতি হবে।'

    সবাবেশ শেষে শিক্ষার্থীরা বাকৃবি উপাচার্য বরাবর কৃষিবিদদের অধিকার রক্ষায় ৬ দফা দাবির স্মারকলিপি জমা দেন।

    বিএসসি কৃষিবিদদের ৬ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'কৃষিবিদদের যৌক্তিক দাবির প্রতি সবসময় সমর্থন জানিয়ে এসেছি। ৬ দফা দাবি যথেষ্ঠ যৌক্তিক, আমি পূর্ণ সমর্থন জানায়। যেকোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে।'

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…