এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নির্মাণ সামগ্রীর দখলে পৌরসড়ক, পথচারীদের চরম ভোগান্তি

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম

    নির্মাণ সামগ্রীর দখলে পৌরসড়ক, পথচারীদের চরম ভোগান্তি

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম

    কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়কে ভবনের নির্মাণসামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। এতে যানজট-দুর্ঘটনাসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিকে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই সড়কে ইট-পাথর-বালু ফেলে রাখছেন ভবন মালিকেরা। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

    জেলা আইন-শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত জেলা শহরে মালবাহী ট্রাক-ট্রাক্টর প্রবেশ নিষিদ্ধ থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহরে নিবিঘ্নে চলছে মালবাহী ট্রাক ট্রাক্টর। গভীর রাতে সড়কের মাঝে ইট,বালি,পাথর ফেলে চলে যাচ্ছে ট্রাক ট্রাক্টর। সকালে পৌরবাসী বের হয়ে সড়ক বন্ধ দেখে বিপাকে পড়েন। এ নিয়ে সচেতনমহল তীব্র ক্ষোভ প্রকাশ করে এসব অবৈধ কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা ভোগান্তির মধ্যে পড়ছেন। শুধু তাই নয়, প্রায়ই যানজট লেগে থাকে সড়কে। এরপরও নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। ব্যবস্থা না নেওয়ায় সম্প্রতি দুর্ভোগ আরও বেড়েছে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সরেজমিনে জেলা শহরের একরামপুর, রথতলা, খরমপট্রি,নিউটাউন, গাইটাল,হারুয়া,বয়লা, চর শোলাকিয়া,নগুয়াসহ বেশ কিছু জায়গা ঘুরে দেখা যায়, পৌর শহরের বেশির ভাগ ফুটপাত ও বিভিন্ন সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী রেখে সড়ক দখল করে রেখেছে ভবনমালিকেরা। সবগুলো সড়কেই এখন ইট, খোয়া, পাথর, বালু, রডের মহা সমাহার। পৌর শহরের ৯টি ওয়ার্ডের অলিগলির কমপক্ষে ৪০টি সড়কে রাখা আছে বিল্ডিং তৈরীর নির্মাণসামগ্রী। ফলে শহরের অধিকাংশ এলাকা ও মহল্লায় সড়কগুলোতে অসহনীয় যানজট-দুর্ঘটনাসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র ইট-পাথর-বালু ফেলে রাখছেন ভবনমালিকেরা। দিনের পর দিন পৌর কর্তৃপক্ষের চোখের সামনে থাকলেও না দেখে দায়িত্ব অবহেলা করছেন বলে স্থানীয় ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

    পৌরবাসীরা অভিযোগ করেন, নির্মাণসামগ্রীর কারণে হাঁটাচলায় ভোগান্তির পাশাপাশি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ এসব বিষয়ে উদাসীন, তারা দেখেও না দেখার ভান করে চলে যান। বিশেষ করে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত লোকজন নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন। অনেক বাড়ির মালিকরা ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপরেও ইট-বালু স্তুপ করে রেখেছেন। এতে রাস্তা মালামালে সরলাব হয়ে গেছে।

    অটোরিকশা চালক কামাল মিয়া বলেন, সড়ক দখল করে দিনভর কাজ করছেন বাড়ির মালিকেরা। আমাদের চলাচলে খুব ভোগান্তি পোহাতে হয়। এতে দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। এটি নিয়ন্ত্রণ করতে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি।

    কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ইভা আক্তার বলেন, ‘এই সড়কে প্রায় সময়ই ইট, বালি, রড ও পাথরসহ নানাবিধ নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়। দীর্ঘ সময়েও সরানো হয় না। আমাদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়।

    আশরাফুল ইসলাম নামে এক পথচারী বলেন, অনেক সময় স্কুলের বাচ্চারা ফুটপাত দিয়ে হেঁটে যেতে না পেরে রাস্তা দিয়ে যাওয়ায় দুর্ঘটনার শিকার হয়। একই সঙ্গে এসবের জন্য আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে দীর্ঘ সময় লাগছে। এ সমস্যা থেকে আমরা মুক্তি চাই।

    জেলা শহরের স্থানীয় বাসিন্দা ফয়জুল ইসলাম পিংকু বলেন, নির্মান সামগ্রীর সড়কে ফেলে রাখার সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলছে এই শহরে। ফলে প্রতিদিনেই সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা করতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়। বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা অতি প্রয়োজন ছাড়া বাড়ি-ঘর থেকে বের হতে চান না। কিছু দিন আগে জেলা শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় অটোরিকশার চাপায় গুরুদয়াল সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ঊর্মী শিখার মৃত্যু হয়েছে ও কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনের অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম মাওলানা আলী আকবরের মৃত্যু হয়েছে। এ সড়কে সারা বছরই কোনো না কোনো নির্মাণসামগ্রী রেখে দেন বিভিন্ন ভবনমালিক। এ বিষয়ে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষেরও নেই কোনো নজরদারি।

    একাধিক বাড়ির মালিক জানান, বাড়ি নিমার্ণ সামগ্রী রাখার বিকল্প জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তা ব্যবহার করছেন।

    পৌর সভার প্রধান নির্বাহী হাসান জাকির বলেন, খুব দ্রুত সমস্যা সমাধানে একটি নীতিমালা তৈরী করে প্রশাসন ও জেলা পুলিশকে সাথে নিয়ে সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত দিয়েছেন।

    এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত বলেন, আইন-শৃংখলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত রয়েছে শুনেছি। শহরবাসীও সমস্যাটি বারবার উত্থাপিত করেছেন। নিবার্হী ম্যাজিষ্ট্রেটদের দিয়ে মোবাইল কোট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…