নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন তরুণ চিকিৎসক মো. রেদোয়ান অনিক (২৬)।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে রেদোয়ান অনিকের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছায়।
অনিকের বন্ধু ডাক্তার সাইদ হোসেন সিয়াম জানান, আমরা একসঙ্গে সাত বছর পড়াশোনা করেছি। মানসিক অসুস্থতার কারণে সে গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিষপান করে। পরে তাকে ঢাকা মেডিকেল থেকে পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়।
তার বাবা আশেক আলী জানায়, 'আমার ছেলে রেদোয়ান অনিক এক মাস যাবত মানসিকভাবে অসুস্থ ছিল। লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য অনেক চেষ্টা করে। চাকরি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। আমি বাবা হিসেবে ছেলেকে অনেক বুঝিয়েছি। শেষ পর্যন্ত আর পারলাম না।'
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর অবস্থায় আছে।
এইচএ/আরআই