এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়নে সম্মত কাতার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৩ পিএম

    বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়নে সম্মত কাতার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:০৩ পিএম

    সম্প্রতি মেয়াদোত্তীর্ণ হওয়া এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার। এছাড়া বাংলাদেশের জন্য প্রস্তাবিত একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে কারিগরি বিষয়গুলোতে একসঙ্গে কাজ করতে চায় দেশটি।

    মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

    সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কাতারের প্রতিমন্ত্রীকে বলেন, আমরা আমাদের জ্বালানি খাতকে পুনর্গঠনের জন্য আপনাদের সহায়তা চাই।

    এসময় কাতারের প্রতিমন্ত্রী বলেন, আমরা এমওইউ সই করতে প্রস্তুত। কাতার ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে আগ্রহী। একই সঙ্গে তিনি জানান, কাতার তাদের এলএনজি উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে, ফলে ভবিষ্যতে দাম কমতে পারে।

    কাতার বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও করছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি।

    প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও কাতার একটি গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি টু জি) এলএনজি সেল পারচেজ এগ্রিমেন্ট (এসপিএ) সই করে, যার আওতায় ১৫ বছরের জন্য বছরে ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি (এমটিপিএ) আমদানি হচ্ছে। এ চুক্তির আওতায় প্রতিবছর ৪০ কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এরপর ২০২৩ সালের জুনে আরও একটি এসপিএ সই হয়, যার আওতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে আরও বছরে ১ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহের কথা রয়েছে। এই এসপিএ সম্পর্কিত একটি এমওইউ চলতি বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যায়, যা নবায়নের প্রতিশ্রুতি দিলো কাতার।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…