পাবনার ঈশ্বরদীতে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শামিম হোসেন নামে এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জয়নগর পিজিসিবির রেষ্ট হাউজ থেকে ওই প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে নুরুল ইসলাম নামে আরেকজন সমবায় সমিতির মালিকের নিজ অফিস কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো ঈশ্বরদী থানা পুলিশ।
নিহত প্রকৌশলী শামিম হোসেন চুয়াডাঙ্গার সদর উপজেলার মমিনপুর গ্রামের মো. মসলেম উদ্দিনের ছেলে এবং সমবায় সমিতির মালিক নুরুল ইসলাম ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের হাসেম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে জয়নগর পিজিসিবির রেষ্ট হাউজের দায়িত্বে থাকা দপ্তরি হাফিজুর রহমান প্রথম প্রকৌশলী শামিম হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখে কর্তৃপক্ষকে খবর দেন। পরে কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ এসে তার মরদহ উদ্ধার করেন।
এদিকে মুলাডুলি সমবায় সমিতির নিজ অফিস কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়দের জানান ওই অফিসের একজন কর্মচারী। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
এব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, একদিনের ব্যবধানে দু'জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যতটুক ধারনা করা হচ্ছে দু'জনেই মানসিক চাপে আত্মহত্যা করেছে। তদন্ত চলমান রয়েছে, পরে বিস্তারিত জানাতে পারবো।
এআই