এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম

    গাজীপুরে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম

    গাজীপুরে ২৮ জন ওএমএস ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন করা হয়।

    গাজীপুর জেলার উপজেলা ও পৌরসভার ডিলার নিয়োগের জন্য মোট ১৫৪ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। লটারির মাধ্যমে ২৮জনকে ডিলার হিসেবে নিয়োগ করা হয়।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিলার গ্রহণ করা হয়, যাতে প্রত্যেক আবেদনকারী সমান সুযোগ পান।

    লটারির মাধ্যমে নির্বাচিত ২৮ জন ডিলার সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকায় বিক্রয় করবেন। তাদেরকে ৫ (পাঁচ) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক জানান, নবনিযুক্ত ডিলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং ওএমএস কার্যক্রম জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে মনিটরিং করা হবে।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহতাসিম বিল্লাহ, গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোকাম্মেল হোসেন রেজা, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ আল মামুন, গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শফি আফজালুল আলম এবং সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর, জেলা খাদ্য পরিদর্শক সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…