গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি সাংবাদিক ওবাইদুল ইসলাম অভিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে যশোর উপশহর বি ব্লক বাজারের খালপাড় এলাকায় তাকে এই হুমকি দেয়া হয়। এ ঘটনায় অভি বুধবার (২৩ এপ্রিল) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে সাংবাদিক অভি উল্লেখ করেছেন ২২ এপ্রিল রাত ১০ টা ৫০ মিনিটে তিনি বি.ব্লক বাজার থেকে নিজ বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে খালপাড়ে পৌঁছালে ২ জন দুর্বৃত্ত হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে গতিরোধ করে বলে 'অনেক বড় মাপের সাংবাদিক হয়ে গেছিস' খেয়ে দেয়ে রেডি থাক মরার জন্য। এছাড়াও তাকে গালিগালাজ করা হয়। এ ঘটনার পর থেকে সাংবাদিক অভি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এনআই