এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দিবে নজরুল বিশ্ববিদ্যালয়

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৯ এএম
    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৯ এএম

    গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরিবহন সেবা দিবে নজরুল বিশ্ববিদ্যালয়

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৯ এএম

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    আগামী ২৫ এপ্রিল, শুক্রবার ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মাধ্যমে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চলবে এই পরীক্ষা। এরপর ‘বি’ (মানবিক) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ মে এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা হবে ৯ মে। একই দিনে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) প্রকাশ করা হবে।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ময়মনসিংহ টাউন হল, ভালুকা ও ত্রিশাল থানা থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস চালু থাকবে। শিক্ষার্থীদের জন্য ময়মনসিংহ টাউন হল থেকে বাস ছাড়বে সকাল ৮টায় এবং ভালুকা থেকে সকাল ৮টা ৩০ মিনিটে। ত্রিশাল থানার সামনে থেকে শিক্ষক-কর্মকর্তাদের জন্য বাস ছাড়বে সকাল ৯টায়।

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফিরতি বাস ছাড়বে দুপুর ১২টা ৩০ মিনিটে (শিক্ষার্থীদের জন্য) এবং ১টা ৫০ মিনিটে (শিক্ষক ও কর্মকর্তাদের জন্য)। এছাড়া, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন উপ-কমিটির সদস্যদের জন্য পৃথক মাইক্রোবাস ও বড় বাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

    ভর্তি পরীক্ষা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে এবং যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পরীক্ষার দিন বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

    ২৩ এপ্রিল অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানগণ।

    পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী জানান, "পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।" বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভর্তি পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…