এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জীবননগরে বিজিবির পৃথক অভিযানে ২ ভারতীয়সহ আটক ২৩

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম

    জীবননগরে বিজিবির পৃথক অভিযানে ২ ভারতীয়সহ আটক ২৩

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ ভারতীয় নাগরিকসহ ২৩ জনকে আটক করেছে। আটককৃত বাংলাদেশীদের মধ্যে ৮ জন শিশু এবং ৮ জন নারী রয়েছে।

    বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার সময় জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

    আটককৃত বাংলাদেশীরা হলো- চট্রগ্রামের হালিশহর উপজেলার আকমল আলী সড়কের ঘজাধর দাসের ছেলে নিকেল দাস (৩৬), গোপাল দাসের ছেলে তাজল দাস (৪১), নিতাই দাসের ছেলে হৃদয় দাস (২১), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার কোরালিয়া গ্রামের কৃষ্ণ জলদাসের ছেলে রাস মোহন জলদাস (২৫) এবং ভোলা জেলার মনপুরা উপজেলার মনপুরা গ্রামের গোপি জলদাসের ছেলে অভিরাম চন্দ্র জলদাস (২০)। এছাড়া আটককৃতদের মধ্যে ৮ জন শিশু এবং ৮ জন নারী রয়েছে।

    আটককৃত ভারতীয় ২ নাগরিক হলো- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)।

    বিজিবির মহেশপুর- ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাত সাড়ে ১১টার সময় জীবননগর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৮ নং হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে পাকা রাস্তার উপর হতে ভারতীয় দু' নাগরিক পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাসকে (২৫) আটক করে।

    পরে একই জায়গায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২১ জন বাংলাদেশীকে আটক করে বিজিবি। আটককৃত ২১ জন বাংলাদেশীর মধ্যে ৮ জন শিশু, ৮ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

    বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিলো। আটককৃত ২৩ জনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…