বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক বক্তৃতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর “থ্রি জিরো” তত্ত্ব উপস্থাপন করেছেন। এই তত্ত্বের মূল লক্ষ্য হলো:
শূন্য নিট কার্বন নিঃসরণ (Zero Net Carbon Emission)
শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (Zero Wealth Concentration)
শূন্য বেকারত্ব (Zero Unemployment)
বক্তৃতাটি কাতার ইউনিভার্সিটির B239 অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ইউনূস একটি নতুন সভ্যতা গঠনের আহ্বান জানান, যেখানে পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক সাম্য এবং উদ্যোক্তা মনোভাবকে গুরুত্ব দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা ধনী-গরিব বৈষম্য, বেকারত্ব এবং পরিবেশগত সংকট সৃষ্টি করছে, যা থেকে উত্তরণের জন্য নতুন অর্থনৈতিক মডেল প্রয়োজন।
এই তত্ত্বের বাস্তবায়নে তিনি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং “থ্রি জিরো ক্লাব” গঠনের আহ্বান জানান, যা কম কার্বন নির্গমন, সম্পদের ন্যায্য বণ্টন এবং উদ্যোক্তা চেতনার প্রসারে কাজ করবে।
বক্তৃতার পর, অধ্যাপক ইউনূস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন, যেখানে বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূসের এই “থ্রি জিরো” তত্ত্ব ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং এটি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
এসআর