এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হারানো বিড়ালের সন্ধান দিয়ে মিলল ২ হাজার টাকা পুরস্কার

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম

    হারানো বিড়ালের সন্ধান দিয়ে মিলল ২ হাজার টাকা পুরস্কার

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম

    শখের বিড়ালকে খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছিলেন বিড়ালের মালিক। এছাড়াও যে বিড়ালটির সন্ধান দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছিল। এ নিয়ে সময়ের কণ্ঠস্বর, এনটিভি অনলাইন, আজকের পত্রিকার সহ বিভিন্ন মিডিয়া প্রকাশিত হয়েছিল সংবাদ। এর ১শ দিন পর বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিড়ালটিকে খুঁজে পেয়েছেন বিড়ালের মালিক তানিয়া আক্তার।

    এর আগে গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টার দিকে সময় পাথরঘাটা বাজার (আবু সাইদ চত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গিয়েছিল। এর একমাস পর বিড়ালের সন্ধান চেয়ে পাথরঘাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগিয়ে দুই হাজার টাকা পুরুস্কার ঘোষণা করেন।

    বিড়ালের মালিক তানিয়া আক্তার জানান, গত তিন মাস আগে তার শখের বিড়ালি হারিয়ে গিয়েছিল। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। কোথাও খুঁজে পাননি। বুধবার সন্ধ্যার পর পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালকের মাধ্যমে বিড়ালটির সন্ধান পেয়েছি।

    পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাইম হাওলাদার জানান, বিড়ালটি হারিয়ে যাওয়ার পর নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের এখানেই এসেছিল। এরপর আর দেখা যায়নি। হঠাৎ করে আজকের সন্ধ্যায় আমাদের পরিচ্ছন্ন কর্মী আয়শা এর পিছনে পিছনে ল্যাবের ভিতরে প্রবেশ করে। পরে তাৎক্ষণিক বিড়ালটির ছবি তুলে মালিককে পাঠালে তিনি পরিচয় নিশ্চিত করে নিয়ে যায়। এসময় পরিচ্ছন্ন কর্মীকে দুই হাজার টাকা পুরুস্কৃত করে যান।

    তানিয়া আক্তারের ভাবী লাবনী আক্তার জানান, তানিয়া ছয় মাস ধরে বিড়ালটিকে যন্ত্র সহকারে পুষতে ছিল। বিড়ালটিকে হারিয়ে কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল সে। বিড়ালটিকে হারিয়েছে তিন মাস হলেও ফিরে পাওয়ার আশায় অপেক্ষায় ছিলো। তা আজ বাস্তবে রূপ নিয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…