এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ধামইরহাটে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম

    ধামইরহাটে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম

    নওগাঁর ধামইরহাট উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জামায়াতের গঠনতন্ত্র মোতাবেক সকল পর্যায়ের ভোটারদের ভোটের মাধ্যমে এসব প্রার্থী মনোনীত করা হয়েছে। প্রার্থীরা বর্তমানে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দাওয়াতি পক্ষ কর্মসূচিতে স্বত্বঃফুর্তভাবে অংশগ্রহণ করে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।

    সম্প্রতি জামায়াতের তৃণমূল ও উচ্চ পর্যায়ের সিন্ধান্ত মোতাবেক প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের কোন তফসিল ঘোষণা না হলেও জামায়াত তাদের প্রার্থীদের নাম ঘোষণার মাধ্যমে তৃণমূল থেকে প্রচারণা চালাচ্ছে। এতে করে কর্মী ও সমর্থকদের কাছে প্রতিনিয়ত নেতাদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ধামইরহাট উপজেলার সর্বত্র জামায়াতের ব্যাপক গণসংযোগ কর্মসূচি চলছে।

    জানা গেছে, ধামইরহাট পৌরসভার মেয়র পদে পৌর জামাতের সহকারি সেক্রেটারী ব্যবসায়ী মো. আবু সাঈদ সিদ্দিকীকে মনোনীত করেছে। এছাড়া ৮টি ইউনিয়নে ১নং ধামইরহাট ইউপিতে জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা একেএম ফজলুর রহমান, ২নং আগ্রাদ্বিগুন ইউপিতে উপজেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মো. সারোয়ার আলম, ৩নং আলমপুর ইউপিতে আলমপুর ইউনিয়ন জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ইউপি সদস্য মো. আব্দুল কাদের, ৪নং উমার ইউপিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মো. বেলায়েত হোসেন, ৫নং আড়ানগর ইউপিতে আড়ানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. মোসাদ্দেক, ৬নং জাহানপুর ইউপিতে জাহানপুর ইউনিয়ন জামায়াতের আমির মু. বায়েজীদ হোসেন, ৭নং ইসবপুর ইউপিতে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আব্দুল আজিজ এবং ৮নং খেলনা ইউপিতে চেয়ারম্যান পদে খেলনা ইউনিয়ন জামায়াতের আমির মো. মোজাহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

    ধামইরহাট পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী তরুণ ব্যবসায়ী মো. আবু সাঈদ সিদ্দিকী বলেন, জামায়াতের গঠনতন্ত্র মোতাবেক কেউ নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করার সুযোগ নেই। তৃণমূল পর্যায়ে আমাকে মেয়র পদের জন্য মনোনীত করেছেন। আমি জনগণের কাছে যাওয়ার জন্য সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির মো. কামরুজ্জামান বলেন, গত এক সপ্তাহ পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র মোতাবেক তৃণমূলের সকল পর্যায়ের ভোটারদের ভোটের মাধ্যমে একটি পৌরসভার মেয়র ও আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচিত করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশে দাওয়াতী পক্ষ পালন কর্মসূচি চলছে। বর্তমানে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা এসব দাওয়াতি পক্ষ কর্মসূচিতে স্বত্বঃফুর্তভাবে অংশগ্রহণ করছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…