এইমাত্র
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মির্জাপুরে রাস্তা উন্মুক্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

    মির্জাপুরে রাস্তা উন্মুক্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রনারচালা এলাকায় চলাচলের একমাত্র রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলার গোড়াই ইউনিয়নের রনারচালা দক্ষিণপাড়া গ্রামে ৬০ বছরের পুরানো জনসাধারণের চলাচলের রাস্তা স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড প্রতিষ্ঠান দেয়াল নির্মাণ করছেন। নির্মাণ কাজে বাধা দিলে রনারচালা গ্রামের শফিকুল, সুমন ও হেলালকে মারধোর করেন।

    এ ঘটনায় বুধবার ২৩ এপ্রিল শফিকুল ইসলামের ভাই কামাল পারভেজ বাদী হয়ে সুরজিৎ মুখার্জি, ফরিদ, মাহাবুব, সেলিম, শাহিন, সুজন, মিনহাজ, শাহাদত, রাজ্জাক সিদ্দিকী ও জয়নাল আবেদীনকে আসামি করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

    রাস্তায় দেয়াল নির্মাণ হলে ওই গ্রামের দেড় শতাধিক পরিবারের সদস্যরা তাদের বাড়ি থেকে বের হতে পারবে না। বুধবার গ্রামবাসীর পক্ষে রনারচালা গ্রামের বাসিন্দা ইব্রাহীম ভূইয়া রাস্তা উদ্ধার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত আবেদন করেন। দেয়াল নির্মাণ কাজ চলমান থাকায় ক্ষোভে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।

    স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সুরজিৎ মুখার্জির মোবাইল ফোনে কল দিয়ে রাস্তার ব্যাপারে জানতে চাইলে ফোনে কথা বলতে রাজি হননি। তবে সরাসরি কথা বলবেন বলে জানান তিনি।

    মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, রাস্তা উদ্ধার চেয়ে একটি আবেদন পেয়েছি। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে সরজমিনে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…