পার্বত্য বান্দরবানের লামা থানাধীন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চাককাটা বোয়ালিয়ার আগায় বন্য হাতির আক্রমণে জন্নাত আরা বেগম(৩৭) নামক এক মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক ১১ঘটিকার সময় ইউনিয়নের বোয়ালিয়ার আগা সালেহ আহাম্মদের বাগনে এই ঘটনা ঘটে।
নিহত জন্নাত আরা বেগম (৩৭) পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়ার বাসিন্দা মৃত নাজেম উদ্দিন এর স্ত্রী এবং নুরুল আলম ও সাখেরা বেগমের মেয়ে।
খবর নিয়ে জানা যায়, নিহত জন্নাত আরা বেগম নার্সারিতে কাজ করতেছেন, ওখান থেকে বাগানের শ্রমিক দের জন্য খাওয়ার পানি নিয়ে যায়। পানি দিয়ে আসার সময় পাহাড়ি বন্য হাতির সামনে মুখামুখি হয়ে যায়, তখন দৌড়ে পালানোর সময় পিছন থেকে হাতি শুঁড় দিয়ে ধরে হাঁটুতে চেপে ধরলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
এসআর