মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মধ্যমকান্দি ও টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় তিতাসের অভিযানে অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দিন ব্যাপী অভিযানে দুইটি চুনা কারখানা ভেঙ্গে দেয়াসহ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমান আদালতের পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (মুন্সিগঞ্জ জেলা কার্যালয়) পারভেজ আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান তিতাস গ্যাস উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও অবৈধ চুনাকারখানা উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে গজারিয়ার বাউশিয়া ও ভাটেরচর নতুন রাস্তা এলাকায় দুটি চুনা কারখানা গুড়িয়ে দেয়া সহ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ফোর্স এবং তিতাস গ্যাস কর্মকর্তা ও জনবল। তিনি আরও জানান, উপজেলার যে কোন এলাকায় অবৈধ চুনাকারখানা পুনরায় স্থাপন চেষ্টা কালে স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনকে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম যতদিন পর্যন্ত অবৈধ সংযোগ থাকবে আমরা ততদিন পর্যন্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবো। এছাড়া যেসব ব্যক্তি এর সাথে জড়িত কিভাবে আইনের আওতায় আনা যায় সে ব্যবস্থা করব। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এআই