যশোরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলন হতদরিদ্রদের ৫০০ কেজি চাল গায়েব করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ফাঁস হওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে। তবে ওই নেতা চাল গায়েবের অভিযোগ মিথ্যা দাবি করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে যশোরে যুব অধিকার পরিষদের কয়েক জন নেতা জানান, সম্প্রতি আপন মাহমুদ মিলন সাংগঠনিক পরিচয়ে হতদরিদ্রদের জন্য ৫০ টি কার্ড দাবি করেন দলীয় চেয়ারম্যানের কাছে। ওই চাল পাওয়ার পর তিনি দরিদ্রদের মাঝে বিতরণ না করে নিজে গায়েব করে দিয়েছেন। এতে দলের সুনাম ক্ষুন্ন হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় সভাপতিসহ অন্য নেতৃবৃন্দকে জানানো হবে। কেননা এমন লোকের নেতৃত্বে রাজনীতি করলে ইমেজ নষ্ট হবে। কেন্দ্রীয় নেতারা মিলনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে প্রয়োজনে আমরা পদত্যাগ করবো।
এই বিষয়ে আপন মাহমুদ মিলন জানান, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে হতদরিদ্রদের মাঝে ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। কোন প্রকার অনিয়ম করা হয়নি। সুনাম ক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন মুঠোফোনে জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর