এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম

    বিকাশের আটাশ লক্ষ টাকা নিয়ে উধাও, কুয়াকাটায় হোটেলে আটক

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম

    মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর আঠাশ লক্ষ টাকাসহ আত্মগোপনে থাকা ডিস্ট্রিবিউশন সেলস অফিসার সোহেল আরমান (৩০) কে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাকে আটক করা হয়।

    সোহেল আরমান ঢাকার সাভার এলাকার মোঃ জালাল উদ্দিন এর ছেলে। সে আশুলিয়া থানায় একটি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) পদে চাকরি করতো। ।

    জানা গেছে, গত ১৭ এপ্রিল সকালে সে আশুলিয়া বিকাশ অফিস থেকে বিশ লক্ষ টাকা ক্যাশ ও বিকাশ এজেন্টদের কাছ থেকে আট লক্ষ টাকাসহ মোট আটাশ লক্ষ টাকা নিয়ে আত্মগোপন চলে যান। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন এলাকায় লোকেশন ট্র্যাক করে খুঁজতে থাকে। গতকাল ২৪ এপ্রিল সোহেল কুয়াকাটায় এসে একটি অভিজাত হোটেলে কক্ষ ভাড়া নিয়ে রাত্রি যাপন করে এবং কুয়াকাটার এক অটো চালকের সাথে মোবাইলে যোগাযোগ করে আবার মোবাইল বন্ধ করে রাখেন। পরবর্তীতে প্রশাসন তার মোবাইল ট্র্যাক করে কুয়াকাটার সেই অটোচালকের সাথে যোগাযোগ করে এবং তার দেয়া তথ্যমতে কুয়াকাটার আবাসিক হোটেল থেকে আরমানকে আটক করতে সক্ষম হয়েছে।

    হোটেল কর্তৃপক্ষ জানায়, সোহেল আরমান একা অফিসিয়াল কাজে এসেছে বলে আমাদের একটি কক্ষ ভাড়া করেন। তার এনআইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে কক্ষ ভাড়া দেওয়া হয়েছে।

    এদিকে অভিযুক্ত সোহেল আরমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাকা নিয়ে উদাও হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন।

    আশুলিয়া থানার এসআই আশরাফুল হাসান বলেন, গ্রেফতারকৃত সোহেল অত্যন্ত চালাক প্রকৃতির লোক। বারবার গন্তব্য পরিবর্তন করার কারণে তাকে গ্রেফতার করতে একটু বিলম্ব হয়েছে। তার বিরুদ্ধে মোটা অংকের টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…