এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য

    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম
    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য

    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। ৫ আগস্টে ছাত্র-জনতার গন অভ্যুত্থানে হাসিনা সকারের পতনের পর থেকেই রয়েছেন আত্মগোপনে। আত্মগোপনে থাকা অবস্থায় গত বুধবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেন। ৭ মিনিট ৪৭ সেকেন্ডের লাইভে দলের প্রভাবশালী নেতাদের উদ্দেশে নানা অভিযোগ করেন মেহেদী হাসান।

    শুক্রবার(২৫ এপ্রিল) বেলা পৌনে একটা পর্যন্ত ওই লাইভ ১১ হাজার বার দেখা হয়েছে। মেহেদী হাসানের এই লাইভকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে।

    ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে মেহেদী হাসান বাদল বলেন, 'ছাত্রলীগের ছোট ছোট নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন, আর আওয়ামী লীগের বড় নেতারা বাসায় ঘুমাচ্ছেন। বড় বড় আওয়ামী লীগ নেতা, যাঁরা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তাঁরা শহরে ঘুরছেন, বাড়িতে ঘুমাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই, বাড়িঘরে হামলা-ভাঙচুর নেই। কিন্তু ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীদের ওপরই সব চাপ। আমরা ইনকাম তো দূরের কথা, উল্টো দল করার জন্য টাকা খরচ করেছি।'

    ৫ আগস্টের ঘটনার পর থেকে তাদের খোঁজ রাখছে না কেউ। এমন অভিযোগ করে মেহেদী হাসান বলেন,'আমরা হামলা-ভাঙচুরের শিকার হয়েছি। মামলার আসামি হয়েছি। অথচ যারা মূল নেতৃবৃন্দ তাদের কোনো ক্ষতি হয়নি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ এবং আমার বাড়িতে একাধিকবার হামলা হয়েছে।'

    ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন শহরের বাসায় বা ঢাকার ফ্ল্যাটে নিরাপদে আছেন। যারা তাদের পরিচালনা করেছেন, সেই সব নেতারাও পটুয়াখালী শহরের বাসা ও ঢাকার ফ্ল্যাটে নিরাপদে বসবাস করছেন। আমরা যারা মাঠে ছিলাম তারা হামলার শিকার হয়েছি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ ও আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে। অথচ জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা-ভাঙচুর হয়নি।

    মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের আগে ছাত্রদলের নেতা-কর্মীদের কোনো রকম ক্ষতি করিনি, তাঁদের সঙ্গে সুসম্পর্ক ছিল।’

    মেহেদীর লাইভে স্থানীয় শ্রমিক লীগ নেতা মিঠু হাওলাদার মন্তব্য করেন, 'পৃথিবীটা ছোট, এর হিসাব হবে ইনশাআল্লাহ।' মইনুল ইসলাম মন্তব্য করেন, 'এক পয়সাও ইনকাম করি নাই, করার সুযোগও পাইনি, তার পরেও বাড়িছাড়া।

    মেহেদী হাসানের অভিযোগ নিয়ে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার প্রতিক্রিয়া জানার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে কল করা হলেও কেউ সাড়া দেননি।

    এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন,'চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…