এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরগুনায় ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম

    বরগুনায় ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম

    বরগুনা পাথরঘাটায় হরিণের ১৭টি পাসহ ৯০ কেজি মাংস ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট উদ্ধার হয়েছে কোস্টগার্ড। এ সময় মাংস পাচারে জড়িত কাউকে আটক করতে পারেনি।

    শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার সময় প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম হারুন অর-রশীদ।

    কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টা হতে ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে হরিণের ১৭টি পাসহ ৯০ কেজি মাংস ও বোটটি জব্দ করা হয়।

    এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। পরবর্তীতে জব্দকৃত মাংস এবং বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

    এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার, এইচ এম হারুন অর-রশীদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ড জিরোটলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জব্দকৃত ৯০ কেজি হরিণের মাংস আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বন্ধ থাকায় মাংস সংরক্ষণ করে রাখা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসারে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…