এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম

    চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির তিন দিনের রিমান্ডে স্বীকারোক্তির ভিত্তিতে একটি আমেরিকান পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে থানা পুলিশ।

    শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে পাশ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাজিতপুরে অবস্থিত একটি মাছের ঘের থেকে বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

    জানা যায়, চলতি মাসের গত ৮ এপ্রিল রাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামের মাছের ঘেরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সে সময় সাদ্দাম ও তার সহযোগী আলমডাঙ্গা শহরের মৃত মজিবর রহমানের ছেলে আতাউর রহমান রকিকে আটক করে পুলিশ।

    সে সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সাদ্দামের নামে মাদকদ্রব্য, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২৭টি মামলা রয়েছে।

    গত ২৩ এপ্রিল তাদেরকে ৩ দিনের রিমান্ডে থানা কাস্টডিতে নিয়ে আসা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রকির স্বীকারোক্তিতে পুলিশ আবারো মাছের ঘেরে অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা বিদেশি পিস্তল ও দেশিয় অস্ত্রগুলো উদ্ধার করে।

    পুলিশ জানায়, সম্প্রতি একটি অস্ত্র মামলায় মাদক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আসামি যিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন, সেই সাদ্দাম ও তার সহযোগী রকি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে সাদ্দামের মাছের ঘেরে টিনের ঘরের পাশে মাটিতে পুতে রাখা একটি বিদেশি পিস্তল রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে।

    এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, ‘আসামির দেওয়া তথ্য যাচাই করে আমরা অস্ত্রটি উদ্ধার করেছি। এ ঘটনায় নতুন করে একটি মামলা দায়ের করা হবে এবং তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…