এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম

    নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম
    প্রতীকী ছবি

    পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে সামরিক শক্তি বৃদ্ধির পথে হাঁটছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রায় ৬৩ হাজার কোটি টাকা ব্যয়ে এসব বিমান ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

    আজ সোমবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিংহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফ্রান্সের রাষ্ট্রদূতও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। একইসঙ্গে ভারত ও ফ্রান্সের মধ্যে বেশ কিছু বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হতে পারে।

    বর্তমানে ভারতের যুদ্ধবিমান ভাণ্ডারে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। পুরনো মিগ-২১ বিমানগুলো ধাপে ধাপে অবসর নেওয়ায় দেশটির বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা ৪২ থেকে কমে ৩২-এ নেমে এসেছে। এই পরিস্থিতিতে নতুন রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়টিকে সামরিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে নয়াদিল্লি।

    নতুন কেনা রাফাল যুদ্ধবিমানগুলো ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী 'আইএনএস বিক্রান্ত'-এ মোতায়েন করা হবে। বর্তমানে সেখানে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে, যা ভবিষ্যতে রাফাল দিয়ে প্রতিস্থাপিত হবে।

    উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে করা পূর্ববর্তী এক চুক্তির আওতায় ভারত ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, যেগুলো এখন ভারতীয় বায়ুসেনার অম্বালা ও হাসিমারা ঘাঁটিতে মোতায়েন রয়েছে।

    এদিকে পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করাকে কেন্দ্র করে পাকিস্তান যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। এর মাঝেই আরব সাগরে ভারতীয় নৌবাহিনী মহড়া চালিয়েছে এবং যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নিজেদের প্রস্তুতির বার্তা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতের সেনা শক্তি বৃদ্ধির উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…