এইমাত্র
  • লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
  • চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
  • রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল টার্ফকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা
  • বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
  • কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় ২৪ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

    ভোলায় ২৪ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

    ভোলায় বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

    সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে বাস শ্রমিক ও সিএনজি চালকদের নিয়ে বসা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে গতকাল বিকেল ৪টার দিকে ভোলার চরফ্যাশনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা ৬টা থেকে বাস শ্রমিকরা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।

    তবে জেলা প্রশাসকের সমঝোতা বৈঠকে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেহেতু, সিএনজি চালিত অটোরিকশা চলাচলের রুট পারমিট রয়েছে-সেহেতু সিএনজি চলাচলে কোন বাঁধা নেই।

    এছাড়াও গতকালের ঘটনায় বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে উভয়ের দোষ রয়েছে মর্মে সমঝোতা বৈঠকে জানানো হয়। তবে ভবিষ্যতে বাস শ্রমিক ও সিএনজি চালকদের এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

    বৈঠকে জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহানুর ইসলাম, নৌ- কন্টিনজেন্টের কমান্ডার, কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বাস মালিক ও সিএনজি মালিক সমিতির সদস্য ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…