আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামানের কাছ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এর আগে উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের টানা দুইবারের ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর মেয়ের জামাতা ও খলিফা।`সৎ ও জনদরদি একজন আলেম চেয়ারম্যান হিসেবে এ অঞ্চলের সর্বশ্রেণীর মানুষের কাছে বেশ সমাদৃত। চালচলনে, পোশাক-আশাকে তিনি একেবারে সাদামাটা মানুষ হলেও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে খুবই কঠোর ছিলেন। আলেম চেয়ারম্যান হিসেবে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে তিনি জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
মনোনয়ন সংগ্রহ শেষে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই নমিনেশন ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেব ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে লক্ষ্মীপুর-৪ আসনের রামগতি-কমলনগরবাসীর দোয়া চাই।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,সমমনা ৮ দলের প্রার্থী বাচাই এখনো চলমান রয়েছে।এ আসনটি ইসলামী আন্দোলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা আহমদ নোমান সিরাজী, কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহসভাপতি মুফতী শরীফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
ইখা