এইমাত্র
  • লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
  • চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
  • রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল টার্ফকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা
  • বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
  • কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিদ্যালয় মাঠে ধান মাড়াই, বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম

    বিদ্যালয় মাঠে ধান মাড়াই, বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম

    ময়মনসিংহের নান্দাইলে বিদ্যালয়ের মাঠে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করার প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর ও অপদস্থ করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন ওই প্রধান শিক্ষক।

    সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    এ ব্যাপারে আহত ওই প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রায় ১৫ দিন ধরে এলাকার হোসেন আলীর ছেলে মো. শাহজাহান মিয়া (৫৫) ও আনিছুল হক (৫০) নামের দুই ব্যক্তি বিদ্যালয়ের মাঠ দখলে নিয়ে নিজেদের পারিবারিক কাজ ছাড়াও ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করছেন।

    প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয় মাঠে ধানের আঁটি ও বিস্তর খড় থাকায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আসাযাওয়া ও অ্যাসেম্বেলি করানো যাচ্ছেনা।এ নিয়ে এলাকার শাহজাহান মিয়া ও আনিছুল হককে বললে তারা উত্তেজিত হয়ে যান।

    প্রধান শিক্ষক জানান ‘শাহজাহান মিয়া ও আনিছুল হক আমাকে টেনেহিঁচড়ে মারধরসহ অপমান-অপদস্থ করেছেন। পরে আমার চিৎকারে লোকজন ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

    এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…