বিএডিসি থেকে দেওয়া সরকারি প্রণোদনার বীজ না নিয়ে কোম্পানির বীজ কেনার নির্দেশনা দিলেন মেহেরপুরের গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা।
সোমবার (২৮শে এপ্রিল) উপজেলা সাহারবাটি গ্রামের মাঠে মাসুদ সিড নামক একটি কোম্পানির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা তার বক্তব্যে বলেন, আমাদের একটা কন্টাক্ট থাকে সরকারিভাবে যে সিডটা বিএডিসির থেকে আপনাকে নেওয়া লাগবে। আমরা আপনাদেরকে সবসময়ই বলি যার এক কেজি বীজ কেনার ক্ষমতা আছে সে কখনোই প্রণোদনার বীজ নেবেন না। প্রণোদনার বীজ নিলে সর্বোচ্চ আপনি এক হাজার টাকা লাভ করতে পারবেন কিন্তু আল্টিমেটলি আপনার যে ফলনটি হত বিএডিসির বীজে সে ফলনটি হবে না। এজন্য আপনাকে চুজ করা লাগবে প্রথমে একটি ভাল কোম্পানি। আমি এখানে এসে প্রথম শুনলাম যে মাসুদ সিড নামে একটি সিড আছে এবং আমার মনে হয় যে এই কোম্পানিটির সিড অন্যান্য কোম্পানির চেয়ে কোন অংশে পারফরম্যান্সে খারাপ না।
অতিরিক্ত কৃষি অফিসারের এমন বক্তব্যে শুনে কয়েকজন কৃষক বলেন, কৃষি অফিসাররা কখনোই ঠিকমতো কৃষকদের খোঁজ খবর রাখে না। সরকারি প্রণোদনার বীজ তো দেয়ই না আবার বীজ কোম্পানির কাছ থেকে তুষ্ট হয়ে এসে বিএডিসির বীজকে খারাপ বুঝিয়ে আমাদের কোম্পানির কাছে থেকে বীজ কিনতে বলছে। কৃষকদের কষ্ট কেউ বোঝে না।
বিষয়টি নিয়ে গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন বলেন, বিএডিসির বীজকে খারাপ বলার আমাদের কোন সুযোগ নেই। তিনি কেন এমন বক্তব্য দিয়েছে তা আমি তার সাথে কথা বলে তারপর জানাতে পারবো।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা বলেন, আমি তাকে খুবই ভালো এবং কৃষকবান্ধব অফিসার হিসেবে জানি। তিনি কোন প্রেক্ষাপট এমন বক্তব্য দিয়েছে আমার জানা নেই তার সাথে কথা বললেই ভাল হয়।
এফএস