এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    গণমাধ্যম

    বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ মে ২০২৫, ১১:০১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ মে ২০২৫, ১১:০১ এএম

    বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ মে ২০২৫, ১১:০১ এএম

    ভারতের বাংলা নিউজ চ্যানেল ‘আজতক বাংলা’ বাংলাদেশের পুলিশের একটি ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।

    শনিবার (০৩ মে) প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করা ব্যক্তিরা সেনা কর্মকর্তা, যারা বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য নন এবং তাদের পোশাক দেখে ‘পাকিস্তানি সেনা’ বলেও সন্দেহ প্রকাশ করা হয়।

    ভিডিওতে উপস্থাপক দাবি করেন, “তবে পোশাক দেখে মনে হচ্ছে না তারা কেউ বাংলাদেশের সেনা। কেননা বাংলাদেশের সেনার পোশাক এইরকম নয়।.. এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক?”

    তবে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবির কোনো ভিত্তি নেই। ছবিটি গত ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় তোলা, যেখানে ড. ইউনূস পুলিশের সদস্যদের পদক প্রদান করেন।


    এ বিষয়ে অনুসন্ধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গত ২৯ এপ্রিল প্রকাশিত একই ছবি পাওয়া যায়। জানা যায়, এটি ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধন ও পদক অনুষ্ঠানের ছবি। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম।

    পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে একইদিনের একাধিক ছবিতেও একই পোশাকে পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। এমনকি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও একই পোশাকে ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    এ বিষয়ে আরো জানতে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হলে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর জানান, এখানে সকলেই বাংলাদেশ পুলিশের সদস্য। এটা আমাদের ceremonial dress যা সামার টিউনিক নামে পরিচিত। পুলিশ সপ্তাহে আমরা ceremonial dress পড়ে থাকি।

    অর্থাৎ, ড. ইউনূস যাদের সাথে এখানে হ্যান্ডশেক করছেন, তারা সকলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা। সুতরাং, বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হ্যান্ডশেক করা ছবিকে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে ড. ইউনূসের হ্যান্ডশেকের ছবি বলে দাবি করছে ভারতীয় মিডিয়া; যা বিভ্রান্তিকর। সূত্র: রিউমর স্ক্যানার

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…