সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়ালেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে ৫–০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।
রোনালদো-ফেলিক্সদের আধিপত্যে ম্যাচের শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে আল তাউন। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স। বাঁ দিক থেকে গ্যাব্রিয়েলের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আল নাসর।
বিরতির পর অল আউট আক্রমণে যায় আল নাসর। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। মাত্র এক মিনিট পরই কিংসলে কোম্যান দুর্দান্ত এক হেডে গোল করে ৩–০ করেন। এরপর শুরু হয় ফেলিক্সের একক শো।
৬৭তম মিনিটে সাদিও মানের পাস থেকে দূরপাল্লার এক শটে জাল কাঁপান ফেলিক্স। এরপর ৮৬তম মিনিটে রোনালদোর একটি শট ডিফেন্ডার ও ক্রসবারে লেগে ফিরে এলে, ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
চেলসি থেকে আল নাসরে যোগ দেওয়ার পর সুপার কাপে দুটি ম্যাচ খেললেও, লিগে এটি ছিল ফেলিক্সের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই হ্যাটট্রিক করে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড স্মরণীয় করে রাখলেন নিজের অভিষেক।
আরডি