মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), মো. দোলোয়ার হোসেন দেলু (৪০) ও শওকত আকবর (২৮)।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১০ শ্রীনগর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় র্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়, তবে দুজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ, মাদক কেনাবেচার নগদ এক লাখ ৩৩ হাজার ৫০০ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, তিনটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন।
জাহাঙ্গীর পদ্মা সেতু উত্তর থানার মাওয়া পুরাতন ঘাট এলাকার মৃত সেকেন্দোর হোসেন আলীর ছেলে, দোলোয়ার কুমারভোগ এলাকার শাহ আলমের ছেলে এবং শওকত আকবর শ্রীনগর উপজেলার মাঘঢাল এলাকার আজাহার দেওয়ানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ও দোলোয়ারের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসআর