এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

    অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে।

    সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটির নেতারা।

    সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা জানান, আবাসন ভাতা শিক্ষার্থীদের অধিকার, কোনো আবদার নয়। এই দাবিকে সামনে রেখে দেয়াল লিখন, প্রচার-প্রচারণা, প্রতিবাদ কর্মসূচি এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হবে।

    তারা আরও বলেন, আমাদের দাবি অনুযায়ী, আবাসন ভাতার ন্যূনতম ৭০% অবশ্যই কার্যকর করতে হবে এবং অনতিবিলম্বে অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এই ভাতা পৌঁছে দিতে হবে। দাবি মানা না হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচিতে যাবে।

    সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, 'জুলাই মাসে যেভাবে আবাসন ভাতার কথা বলা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা স্পষ্টভাবে অক্টোবরের মধ্যেই ভাতা চাই।'

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা জকসু চাই। এর পাশাপাশি মানবাধিকার ও মিডিয়া সম্পাদকসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পদ সংযুক্ত করার প্রস্তাবও দিয়েছি।'

    সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, 'আবাসন ভাতা সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা যমুনা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলাম। পাশাপাশি, ফ্রি মেডিকেল সেবা প্রদানের ব্যবস্থাও করেছি।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…