এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আবারও আইসিসির কাছে নালিশ করল পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

    আবারও আইসিসির কাছে নালিশ করল পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

    ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবার এশিয়া কাপে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মাঠের খেলা তেমন জমে না উঠলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে মাঠের বাইরের কাণ্ডে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের হারের পর হ্যান্ডশেক বিতর্কে জল গড়িয়েছিল অনেকদূর। যা গড়িয়েছিল আইসিসি পর্যন্ত।

    এবার টুর্নামেন্টের সুপার ফোরের একটি আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে ফখর জামানের বিতর্কিত উইকেট ঘিরেই তৈরি হয়েছে এ বিতর্ক। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো তোলপাড়। এবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ।

    ম্যাচের তৃতীয় ওভারের তৃতীয় বলে হার্দিক পান্ডিয়ার করা বলটি ফখরের ব্যাটের কোণায় লেগে উইকেটের পেছনে গেলে ভারতের উইকেটকিপার সাঞ্জু স্যামসন সামনে ঝাঁপিয়ে ক্যাচ নেন। তবে বল তার হাতে যাওয়ার আগে মাটিতে লেগেছে কি–না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। ফলে তৃতীয় আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে রিভিউ করেন এবং রিপ্লে অস্পষ্ট থাকলেও আউট ঘোষণা করেন।

    এসময় কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত সাজঘরে ফিরতে হয় বাঁহাতি ওপেনারকে। সেখানে পৌঁছে কোচ মাইক হেসনের সঙ্গে ক্ষোভ আর বিস্ময় প্রকাশ করতেও দেখা যায় তাকে।

    ঘটনার পরপরই পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আকরাম চীমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আপত্তি জানান। তবে এটি রেফারির এখতিয়ারের বাইরে বলে জানানো হলে বিষয়টি তিনি সরাসরি আইসিসির আম্পায়ার ম্যানেজারের কাছে উত্থাপন করেন।

    ঘটনার পর পাকিস্তানি ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগড়ে দেন। সাবেক তারকারাও ছিলেন সেই তালিকায়। ফওয়াদ আলম এক্স-এ (পূর্বে টুইটার) লিখেন, ‘মনে হচ্ছে আমরা ১১ নয়, ১৪ জনের বিপক্ষে খেলছি। ফখর একেবারেই আউট ছিলেন না।’

    মোহাম্মদ আমির সংক্ষিপ্তভাবে বলেন, ‘ফখর আউট ছিল না—এইটাই টুইট।’

    আর মোহাম্মদ হাফিজের মতে, ভারতকে হারাতে হলে পাকিস্তানকে শুধু নয়, আম্পায়ারিংকেও হারাতে হবে ‘পাকিস্তানকে ভারত আর অনফিল্ড আম্পায়ারিং দুটোই হারানোর জন্য ‘এ+ গেম’ খেলতে হবে।’

    ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা অসন্তোষ প্রকাশ করেন, ‘আমার কাছে মনে হয়েছে বল মাটিতে লেগেছিল। আম্পায়ারও ভুল করতে পারেন, তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এটা আউট ছিল না। ফখর যদি পাওয়ারপ্লে পর্যন্ত খেলত, আমরা হয়তো ১৯০ রান করতে পারতাম।’

    ভারতের বিপক্ষে বড় ম্যাচে আম্পায়ারিং নিয়ে পাকিস্তানের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগে টুর্নামেন্টে প্রথম মুখোমুখি হওয়ার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আচরণ নিয়ে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    এবার অভিযোগ খতিয়ে দেখছে আইসিসি। পাকিস্তান দল স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছে এই বিতর্কিত আউট নিয়ে। ফখরের বিদায় টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলির একটি হয়ে উঠেছে, যা দেখিয়েছে কীভাবে একটি সিদ্ধান্ত ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তোলে। সামনে যদি আবারও দুই দল মুখোমুখি হয়, তবে আম্পায়ারিং নিয়ে বিতর্ক উত্তেজনা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

    সব মিলিয়ে, এশিয়া কাপে ভারত–পাকিস্তান লড়াই আবারও রং পেল বিতর্কের ছোঁয়ায়। এখন দেখার বিষয়, আইসিসির কাছে অভিযোগ জানালেও পাকিস্তান আদৌ কোনো সাড়া পায় কি না।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…