এই প্রজন্মের জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথায় এবং সুরে নতুন একটি ফোক ঘরানার গান নিয়ে আসছেন দেশের প্রতিভাবান কণ্ঠশিল্পী পাখি বাউলিয়ানা। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ তুর্য এবং এটি প্রকাশ পাবে স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাসের ব্যানারে।
ভাওয়াইয়া ঢঙে গ্রামীণ সুরের আবহ গানটি তৈরি হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সুরের আদলে, যেখানে গ্রামবাংলার আবহ, ভাষা ও হৃদয়ের টান রয়েছে প্রতিটি লাইনে ও সুরে। গানে তুলে ধরা হয়েছে মাটির গন্ধ, মানুষের টান এবং সহজ সরল ভালোবাসার অনুভব।
প্রথমবারের মতো পাখি ও যাযাবরের যুগলবন্দি ‘ম্যাজিক বাউলিয়ানা’ রিয়েলিটি শোর তৃতীয় আসরের চ্যাম্পিয়ন পাখি বাউলিয়ানা বলেন, ‘গানটির কথা ও সুর শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। খুব আন্তরিকভাবে গাওয়ার চেষ্টা করেছি। যাযাবর পলাশ ভাই ও গ্লোবাল প্লাসের জাবের ভাইয়াকে কৃতজ্ঞতা জানাই এমন একটি গানে কণ্ঠ দেওয়ার সুযোগ দেয়ার জন্য। আমার বিশ্বাস, শ্রোতারা গানটি খুব পছন্দ করবেন।’
গীতিকার ও সুরকার যাযাবর পলাশ বলেন, ‘পাখির সঙ্গে এটা আমার প্রথম কাজ, কিন্তু যেভাবে সে গানটিকে প্রাণ দিয়েছে – সেটা প্রত্যাশার চেয়েও বেশি। একটা দারুণ গান আসতে যাচ্ছে, এটা আমি নিশ্চিত।’
গ্লোবাল প্লাসের কর্ণধার জাবের আহমেদ বলেন, ‘পাখি খুব ভালো গায়, তার কণ্ঠে গ্রামীণ আবেগটা স্পষ্টভাবে ফুটে ওঠে। ওর গান আমার বরাবরই ভালো লাগে। তাই এবার ওকে নিয়ে কাজ করেছি। শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’
গানটি শীঘ্রই মিউজিক ভিডিওসহ গ্লোবাল প্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটি ঘিরে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
এনআই