নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ মোস্তাকিন আলী। দীর্ঘ এ সংগ্রামে তার পাশে ছিলেন স্ত্রী ছকিনা বেগম।
সম্প্রতি সংবাদমাধ্যমে তার জীবনসংগ্রামের খবর প্রকাশিত হলে, বিভিন্নজন এগিয়ে আসেন সহায়তা নিয়ে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পাশে দাঁড়াচ্ছেন এই সংগ্রামী বৃদ্ধের।
গত ১ অক্টোবর জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের মাল্টিমিডিয়ায় ‘৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। যা ২ অক্টোবর একই শিরোনামে সময়ের কন্ঠস্বরের অনলাইন নিউজে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এরপর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজটি করলে মোস্তাকিন দম্পতির বিষয়টি আরও সাড়া ফেলে।
বুধবার ৮ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সহায়তা দেওয়ার কথা জানায় সংগঠনটির নেতারা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আগামী ৯ অক্টোবর বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহায্য নিয়ে ওই বৃদ্ধের বাড়িতে উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টারা, সদস্য সচিব ও সদস্যরা। এসময় ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে ২টি অটো রিকশা ও মোস্তাকিনের মেজ ছেলে শাহাজাহানের জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন বলে জানা গেছে।
জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার বলেন, ‘তারেক রহমান সংবাদটি জানার পর দলের পক্ষ থেকে দ্রুত সহায়তার নির্দেশ দেন। সংবাদটি ভাইরাল হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মোস্তাকিন আলীকে সহায়তা দিতে বলেন।’
তিনি আরও বলেন, ‘তার নির্দেশে বৃহস্পতিবার ৯ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের অন্যান্য নেতারা কিশোরগঞ্জে গিয়ে মোস্তাকিনের হাতে দুটি অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেবেন।’
এদিকে সংবাদ প্রকাশের পর নিজ জীবনে আসা পরিবর্তনে আপ্লুত মোস্তাকিন আলী বলেন, ‘জীবনে কখনো ভাবিনি এমনভাবে পরিবর্তন আসবে। যারা আমাকে সাহায্য করছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।’
এর আগে গতকাল কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দম্পতির বাড়িতে গিয়ে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।
সহায়তার মধ্যে ছিল—চার বান্ডিল ঢেউটিন, নগদ ১২ হাজার টাকার চেক, চার বস্তা শুকনো খাবার প্যাকেট (প্রতিবস্তায় ১০ কেজি চাল, ডাল, তেল, চিনি, লবণ, মসলা ইত্যাদি), ৫ পিস কম্বল ও এক মণ সরিষা।
উল্লেখ্য যে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের বাসিন্দা মোস্তাকিন আলী। সংসারের টানাপোড়েনের জন্য মোস্তাকিন আলী গরু কিনতে না পেয়ে নিজেই ৩ যুগ ধরে বুক ও কোমর দিয়ে ঘানি টানেন। তাকে সহযোগিতা করেন স্ত্রী ছকিনা। ওই দম্পতির সংসারে ৬ সদস্য। এর মধ্যে ২ জন প্রতিবন্ধী।
এনআই