অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেইক নিউজ। প্রতিদিন শত শত নিউজ হয়! সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যে আপনি কনফিউজড হয়ে যাবেন, নিউজটা সত্য কি মিথ্যা! আমরা সত্য চাই, এই সত্য যদি আমার বিরুদ্ধে যায়, আমাকে হিউমিলেট করে, তাও সত্যটা আসুক, আমরা চাই। এই সত্যকে যে মিথ্যা করে নিউজ দিবেন, তার মুখোশ উন্মোচন করা উচিত।
এই মিথ্যা নিউজের কারণে সমাজে অনাচার বেশি তৈরি হয়। বর্তমানে অনেক বেশি ফ্যাক্ট চেকার দরকার আমাদের। আপনারা প্রয়োজনে ঢাকা থেকে ট্রেইনার আনেন। অনেকে আছেন আপনাদের মধ্যে ট্রেনিং নিতে উন্মুখ হয়ে আছেন। আমি চাই, এই কাজটা সবখানে ছড়িয়ে পড়ুক।
শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১ যুগে পদার্পণ উপলক্ষে বার্ষিক প্রকাশনা 'ফাউন্টেনপেন' এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্যকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন।
প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা দেখেছি, নোয়াখালীতে যখন জুলাই আন্দোলন হল, নোবিপ্রবির সাংবাদিকরা মাইজদী তথা সদরে যে আন্দোলন হয়েছে, তারাই সব বাধা অতিক্রম করে এই নিউজগুলো করেছেন। তাদের কথা আমরা সারাজীবন মনে রাখব। নোয়াখালীতে ২৫ জন শহীদ হয়েছেন, নোয়াখালীর আত্মত্যাগের কথা বাংলাদেশে সারাজীবন মনে রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হল, সে আন্দোলনের ফসল হচ্ছে অন্তবর্তীকালীন সরকার। অন্তবর্তীকালীন সরকার চাই, বাংলাদেশের যে কেউ যে প্রান্তে থাকুক, সে একজন ক্যাম্পাস সাংবাদিক হোক বা বড় সাংবাদিক, তারা যেন কোন ধরণের বড় বাধা ছাড়া সাংবাদিকতা করতে পারে। আমরা একটা বড় বিষয় দেখছি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেইক নিউজ আসে। এ ফেইক নিউজকে প্রতিরোধ করা যে কোন সরকার বা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এই জায়গাটা আমাদের সবাই মিলে কাজ করতে হবে। এই কাজে সাহায্য করতে পারে আপনাদের মত সাংবাদিক ক্লাব।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা এ এফ এম আরিফুর রহমান।
এর আগে নোবিপ্রবি সাংবাদিক সমিতির ১ যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে আলোচনা সভায় অংশ নেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন ক্যাম্পাস সাংবাদিককে বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়।
এনআই