যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী আটক হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট অভিযান-২ এর অংশ হিসেবে যশোরের ডিবি পুলিশ বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
যশোরের ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, মেহেদি মাসুদ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ফলে বুধবার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেহেদী মাসুদ চৌধুরী অস্ত্রের মহড়া দিয়ে উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মাক চেষ্টা করেন। তার নির্দেশে ছাত্রলীগ ক্যাডাররা উপজেলার ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেন। এছাড়াও মেহেদি মাসুদ চৌধুরি যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটনার আসামি।
এসআর