এইমাত্র
  • নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা
  • নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • ঈশ্বরদীতে একরাতে ৭ দোকানে চুরি
  • ভাষা মতিনের জন্মভূমির অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
  • মনোনয়ন সংগ্রহ করলেন ইসলামি আন্দোলনের মুফতী আবু বকর
  • ব্যাটিং ব্যর্থতায় আবারও হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
  • লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
  • চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
  • রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল টার্ফকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা
  • বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ২

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

    ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ২

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

    কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) টহলরত সদস্যরা এক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা-ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারীকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজিবি সুত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকায় বিজিবি’র টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় সন্দেহজনক এক চোরাকারবারির গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহলদল। পরে তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সোহেল রানা (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করে ১.৩ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক চোরাকারবারি হলেন, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জয়রী গ্রামের , মৃতঃ আসরাফ আলীর ছেলে।

    অন্য দিকে বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে বালারহাট বিওপি’র আওতাধীন অভ্যন্তরে বালাতাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একই কৌশলে মদর আলী (৪০) নামের এক চোরাকারবারিকে ভারতীয় ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। আটক মাদক কারবারি হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার মৃত: হবিবুর রহমানের ছেলে।

    লালমনিরহাট-১৫ বিজিবি জানান, জব্দকৃত মাদক দ্রব্য ১.৩ কেজি গাঁজা, যার সিজার মূল্য ৪ হাজার ৫৫০ টাকা এবং টাপেন্টাডল ট্যাবলেট ৪০পিচ, যার সিজার মূল্য ৪ হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৮ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আটককৃত দুই মাদক কারবারিকে উদ্ধারকৃত মাদকসহ ফুলবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

    লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…