যশোর শিক্ষা বোর্ডে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলায় পাশের হার ৮৪.২৪ ভাগ। এবারের পরীক্ষায় যশোর বোর্ডে সাতক্ষীরা জেলা তৃতীয় স্থান দখল করেছে। জেলায় পাশ করেছে ৯ হাজার ৪২০ জন। এই ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা ।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, সাতক্ষীরা জেলার ৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ হাজার ৫২০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে। তবে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১১ হাজার ১৮২ জন। জেলার ২৩টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করে এ বছর পাশ করেছে ৯ হাজার ৪২০ জন। যার মধ্যে ছাত্রী ৪ হাজার ৯৩৩ জন এবং ছাত্র ৪৪৮৭ জন।
শিক্ষা অফিসার আরো বলেন, এবছর ছেলেদের পাশের হার ৮১.৩৭% এবং মেয়েদের ৮৭.৬৩%। অর্থাৎ পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এছাড়া পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে ১৫.৭৬% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে এই জেলায় মোট কতজন জিপিএ-৫ পেয়েছে তা তিনি জানাতে পারেননি।