এইমাত্র
  • রোনালদোর ২০ বছরের পুরোনো রেকর্ড যখন হুমকির মুখে
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৫১
  • পুলিশকে জিম্মি করে জেল পালালো ১৯ বন্দী
  • বরগুনায় নদীর তীরে আটকে আছে অর্ধগলিত তিমি
  • চুয়াডাঙ্গায় অসুস্থ গাভী গরু জবাই করে মাংস বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা
  • বর্ষাকালে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করবেন যেভাবে
  • অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • কোটা পুনর্বহালের প্রতিবাদে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মাটন মোতি পোলাও রেসিপি
  • উলিপুরে নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • আজ সোমবার, ১৭ আষাঢ়, ১৪৩১ | ১ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৪৪ ধারা জারি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

    ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৪৪ ধারা জারি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

    ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর কর্মী ও সমর্থকরা একই স্থানে একই সময়ে নির্বাচসী সভা আহব্বান করায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

    রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জটারখালি বাজারে এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল বাবু মিয়া কয়েকদিন আগে থেকেই ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে রোববার বিকেলে নৌকা প্রতীকের সমর্থনে কর্মীসভার আহব্বান করেন। বিকেল থেকেই সেখানে জড়ো হতে থাকেন ওই ইউনিয়নের নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা। সন্ধ্যায় সেখানে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতীকের সমর্থকরা সভা করার জন্য জড়ো হতে থাকেন।

    এ সময় উভয়পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষের লোকজনই লাঠিসোঠা নিয়ে সেখানে স্লোগান দিতে থাকেন। সেখানে উপস্থিত হন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। উভয়পক্ষ একই স্থানে সভা করার বিষয়ে অনড় থাকলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

    খবর পেয়ে উপস্তিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও‘র পক্ষ থেকে ওই এলাকায় আগামীকাল ভোর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

    জোড়াদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের সমর্থক জাহিদুল ইসলাম বাবু মিয়ার ভাষ্য, ওই এলাকায় রোববার সন্ধ্যায় নৌকা প্রতীকের সমর্থনে কর্মীসভা আহব্বান করা হয়। কয়েকদিন আগেই এই সভা ডাকা হয়। সেই অনুযায়ী বিকেল থেকেই সেখানে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। কিন্তু হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থকরা এসে সভা করতে চান। সেখানে স্বতন্ত্র প্রার্থীও আসেন। তারা গায়ের জোরে পায়ে পাড়া দিয়ে গোলযোগ করতে চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল।

    স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থক ইউনিয়ন আ‘লীগের (একাংশ) সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পালুর ভাষ্য, তারাও কয়েকদিন আগেই এই ওই স্থানে এই সভা আহব্বান করেছিলেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরয়িার জাহেদী মহুল বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আগে থেকেই ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে নৌকার সমর্থকরা জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এ নিয়ে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে তারা পাশের একটি স্কুলে নির্বাচনী সভা করেছেন।

    সহকারী রিটানিং কর্মকর্তা ও ইউএনও আক্তার হোসেন জানান, সন্ধ্যায় একই সময়ে একই স্থানে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার বিনা অনুমতিতে সভা করার জন্য জড়ো হয়। এতে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সন্ধ্যা ৭ টা থেকে আজ ভোর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মণ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। ওই এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…