এইমাত্র
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা
  • মহানন্দায় দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম নিমার্ণের কাজ শেষ পযার্য়ে
  • চুয়াডাঙ্গায় মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অ‌ভি‌যোগ, শিক্ষক আটক
  • সাপের কামড়ে ১২ জন হাসপাতালে, আতঙ্কে সিলেটবাসী
  • সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ
  • যশোর ২৫০ শয্যা হাসপাতালে সরকারি ওষুধ বঞ্চিত রোগীরা
  • টেকনাফ সীমান্তবাসীর চোখের ঘুম কেড়ে নিলো মিয়ানমার
  • নয়াদিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের শিল্পপতিদের বৈঠক
  • সিলেটে চিনি ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
  • আজ রবিবার, ৯ আষাঢ়, ১৪৩১ | ২৩ জুন, ২০২৪
    দেশজুড়ে

    আ'লীগ নেতার বিরুদ্ধে নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

    মোহাম্মদ ইকবাল হোসাঈন, ফেনী প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৯:০২ পিএম
    মোহাম্মদ ইকবাল হোসাঈন, ফেনী প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৯:০২ পিএম

    আ'লীগ নেতার বিরুদ্ধে নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

    মোহাম্মদ ইকবাল হোসাঈন, ফেনী প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৯:০২ পিএম

    ফেনীর সোনাগাজীতে এক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা দায়ের করেছেন ওই নেত্রী।

    শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন চরচান্দিয়া ইউনিয়ন মহিলা আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য রোকেয়া পারভিন।

    বৃহস্পতিবার (১৩ জুন) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতে মামলাটি দায়ের করার পর বিচারক অভিযোগ তদন্ত করে সোনাগাজী মডেল থানার ওসিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

    অভিযুক্ত আ.লীগ নেতার নাম গোলাম এহতেশামুল হক বিপ্লব (৪০)। তিনি সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড আবসার উদ্দিন পাটোয়ারী বাড়ির মুক্তিযোদ্ধা গোলাম মাওলার ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নদীভাঙন এলাকায় আবছার উদ্দিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে গত ২০ মে স্কুলের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন চরচান্দিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া পারভিন। এতে ক্ষিপ্ত হয়ে এহতেশামুল হক বিপ্লব রোকেয়াকে হুমকি-ধমকি দিতে থাকেন।

    ২০ মে বিকেল ৪টার দিকে সোনাগাজী উপজেলা শহরের জিরোপয়েন্টে রোকেয়াকে একা পেয়ে বিপ্লব অকথ্য ভাষায় গালাগাল করেন। রোকেয়া এর প্রতিবাদ করলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এতে রোকেয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় রোকেয়ার শ্লীলতাহানিও করেন তিনি। এরপর বাড়াবাড়ি করলে মেরে লাশ গুম করার হুমকিও দেন বিপ্লব।

    এ বিষয়ে ভুক্তভোগী রোকেয়া পারভিন জানান, আমি একটি স্কুল বাঁচানোর আন্দোলন করেছি। বিপ্লব আমার সঙ্গে যা করেছে সেই ঘটনায় আদালতে মামলা করেছি। এ ব্যাপারে গোলাম এহতেশামুল হক বিপ্লবের মোবাইল নম্বরে কল দিলেও ফোন রিসিভ হয়নি।

    সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, রোকেয়া পারভীনের মামলার কোনো আদেশ এখনো সোনাগাজী থানায় এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…