এইমাত্র
  • স্মার্টফোনে আসক্ত মায়েদের সন্তান কথা বলে কম: গবেষণা
  • কোটা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে জবিতে ২য় দিনের বিক্ষোভ
  • ফেনীর ২ উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত
  • ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নেয়া ভাতা সুদে-আসলে আদায় করবে সরকার
  • মাগুরায় যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
  • ভাইবোনদের চিৎকার, বাবা-মায়ের হাসি মিস করছেন মেহজাবীন
  • ঢাবি শিক্ষার্থী অংকনের গিনেস রেকর্ড
  • যুক্তরাষ্ট্রের বিদায়, উরুগুয়ের সঙ্গে কোয়ার্টারে পানামা
  • দেশে ফিরেছেন ৪০ হাজার ১১৫ হাজি, মৃতের সংখ্যা বেড়ে ৫৭
  • স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড, মাসে থাকছে লাখ টাকা
  • আজ মঙ্গলবার, ১৮ আষাঢ়, ১৪৩১ | ২ জুলাই, ২০২৪
    আন্তর্জাতিক

    সাগরে ভাসা বোতলের পানিকে মদ ভেবে পান, ৪ জেলের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৩:১৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৩:১৮ পিএম

    সাগরে ভাসা বোতলের পানিকে মদ ভেবে পান, ৪ জেলের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৩:১৮ পিএম

    মাছ ধরতে সমুদ্রে ছয় জেলে। হঠাৎ তাদের চোখে পড়ে কিছু বোতল। ধারণা করেন, এর মধ্যে হয়তো রয়েছে মদ। পরে সেই বোতলগুলোতে থাকা অজানা তরল পান করেন তারা। এরপরেই মৃত্যু হয় চারজনের। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

    গল্প মনে হলেও এমনটাই ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর টাঙ্গালে থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জেলেরা মদ ভেবে সেই বোতলে থাকা তরল পান করেছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, মৃত জেলেরা গত ৪ জুন টাঙ্গালে শহর থেকে ডেভন নামের একটি নৌযানে করে মাছ ধরতে যান। এরপর সমুদ্রে খুঁজে পাওয়া বোতল থেকে তরল পান করেন তারা। এছাড়া কিছু বোতল সমুদ্রে থাকা অন্যান্য জেলেদেরও দিয়েছিল তারা। ওই সব জেলেদের এরইমধ্যে এ বিষয়টি জানানো হয়েছে।

    শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নৌ-বাহিনী জেলেদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে অসুস্থ জেলেদের ওই নৌকাতেই চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে, সমুদ্রে পাওয়া বোতলগুলোতে কী ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…