এইমাত্র
  • রাজশাহীতে শ্রেণিকক্ষে মিললো বিরল প্রজাতির পাইথন সাপ!
  • বোটানিক্যাল গার্ডেনে ১০০ টাকা অযৌক্তিক: পরিবেশমন্ত্রী
  • আবারও অস্থির পেঁয়াজের বাজার, পৌঁছেছে সেঞ্চুরির ঘরে
  • বেনজীরের বান্দরবানের ২৫ একর জমি জেলা প্রশাসনের জিম্মায়
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • গ্যাস সমস্যার সমাধান কবে, জানালেন প্রতিমন্ত্রী
  • কোটা বাতিলের আজও উত্তাল শাহবাগ, যানচলাচল বন্ধ
  • সোনিয়াকে ‘রিমোট কন্ট্রোল’ সরকার বলে কটাক্ষ মোদির
  • কোটা প্রথা নিয়ে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • ভৈরবে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের মূল সদস্য গ্রেফতার
  • আজ বৃহস্পতিবার, ২০ আষাঢ়, ১৪৩১ | ৪ জুলাই, ২০২৪
    শিক্ষাঙ্গন

    স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড, মাসে থাকছে লাখ টাকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ০১:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ০১:০৬ পিএম

    স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড, মাসে থাকছে লাখ টাকা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ০১:০৬ পিএম
    সংগৃহীত ছবি

    আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের পাবলিক রিসার্চ ভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন বিশ্ববিদ্যালয়।“মিনার্ভা স্কলারশিপ ফান্ড” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। মিনার্ভা স্কলারশিপ ফান্ড ফাউন্ডেশন অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে গবেষণা এবং গবেষণা প্রকল্পের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। এটি একটি দাতব্য সংস্থা যা ডাচ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এবং অর্থায়িত হয়।

    বৃত্তি আবেদন জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ প্রতিটি আবেদনকে মূল্যায়ন করবেন। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৪।


    সুযোগ সুবিধাসমূহ

    * টিউশন ফি মওকুফ।

    * মাসে ৯০০ থেকে ২০০০ হাজার ইউরো পর্যন্ত ভাতা প্রদান করা হবে ( বাংলাদেশী টাকায় ১ লাখ ১৩ হাজার ৩৮০ থেকে ২ লক্ষ ৫১ হাজার ৯৫৭ টাকা)।

    * গবেষণা খরচ।

    * যাত্রা খরচ।

    * থাকার খরচ (আবাসন)।

    আবেদনের যোগ্যতা

    * প্রথমে লিডেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ভর্তি হতে হবে।

    * এল.এস.ভি মিনার্ভার সদস্যরা আবেদন করতে পারবেন না।

    * প্রকল্পগুলি নীচের একটি বিভাগে পড়ে: ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণা করতে হবে।

    * প্রকল্প শেষ হওয়ার পরে, শিক্ষার্থীকে অবশ্যই তিন মাসের মধ্যে প্রকল্পের প্রতিবেদন সহ ছবিসহ জমা দিতে হবে।

    যেসকল বিষয়ে আবেদন করা যাবে

    * প্রত্নতত্ত্ব।

    * মানবিক।

    * মেডিসিন/এলইউএমসি।

    * গভর্নেন্স এবং গ্লোবাল অ্যাফেয়ার্স।

    * আইন।

    * সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান।


    আবেদন প্রক্রিয়া

    অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…