এইমাত্র
  • টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি
  • নির্বাচনের সময়সীমা নির্ধারণ তিন মাস পর: মাহফুজ আলম
  • আটাশির পর এমন বন্যা দেখেনি শেরপুরের মানুষ
  • কেরানীগঞ্জে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৩
  • সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
  • এবার সংবিধান বাতিলের দাবি হাসনাত আবদুল্লাহর
  • বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি, চরম ভোগান্তিতে কুমিল্লা নগরবাসী
  • পিরোজপুরে ৪৫৮টি মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
  • নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ: জামায়াতের আমির
  • রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার হবে না: নুরুল হুদা
  • আজ রবিবার, ২০ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪
    খেলা

    জাতীয় দলের হেড কোচ হতে প্রস্তুত সুজন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ০৯:২৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ০৯:২৮ পিএম

    জাতীয় দলের হেড কোচ হতে প্রস্তুত সুজন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ০৯:২৮ পিএম

    টাইগার হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহে এখন যেন গলার কাঁটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যার কারণে সামর্থ্য থাকলেও ওয়ানডে বিশ্বকাপের পর ইতিবাচক ফল আসেনি টি-টোয়েন্টিতেও। তাইতো পরবর্তী আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুর বিষয়ে বিকল্প ভাবা উচিত বোর্ডের, মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাসকিন কাণ্ডে দায় দেখছেন ম্যানেজমেন্টেরও। জানান, বিসিবি চাইলে জাতীয় দলের হেড কোচ হতে প্রস্তুত আছেন তিনি।

    কোভিড পরবর্তী টাইগার ক্রিকেটে এর আগে আসেনি এতটা অখণ্ড অবসর। আফগান সিরিজ স্থগিত হওয়ায় ২১ আগস্টের আগেৎ বাংলাদেশের নেই আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। ফাঁকা এই সময়ে অনেকেই খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগ, তবে বিসিবিও কষছে ভবিষ্যতের নানা হিসেব-নিকেশ।

    দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর তিনটা মেজর ইভেন্ট, দুই বিশ্বকাপ আর এক এশিয়া কাপে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হাথুরু। এর পেছনে কারণ কী? উত্তরে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন যা বললেন তা রীতিমতো বিস্ফোরক।

    তিনি বলেন, ‘তার ডমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না। আমার মনে হয়, সেটার প্রতিফলন হচ্ছে বারবার-ই। ভারতের ৫০ ওভারের যে বিশ্বকাপ খেললাম সেটা আমরা ভালো করিনি, টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করিনি। শুধু তার আধিপত্যের কারণে।

    হাথুরুর সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি আছে বিসিবির। তবে এর আগেই তাকে কি বিদায় করিয়ে দেয়া হবে, আর এ নিয়ে কি ভাবছে বোর্ড?

    সুজন বলেন, ‘কোচ হিসেবে তাকে রাখবে কি, রাখবে না সেটাতো আমার একার মূল্যায়ন হবে না। বোর্ড সভা হবে, সিদ্ধান্ত হবে। কোচ হিসেবে ওনাকে আমি কখনো খারাপ বলি না। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ওনার যে পরিকল্পনাগুলো দেখলাম, সেটা আমার ভালো লাগেনি।

    কথা বললেন তাসকিন কাণ্ড আর নিজের কোচিং ভবিষ্যত নিয়েও। জানান বোর্ড চাইলে প্রস্তুত আছে জাতীয় দলের দায়িত্ব নিতে।

    সুজন বলেন, ‘ঘুম থেকে উঠতে পারেনি, সেটা অবশ্যই তাসকিনের দায়। কিন্তু সময় মতো তাকে মাঠে না নিয়ে যাওয়াটা টিমের দায়। যেহেতু এখন আমি বোর্ড ডিরেক্টর, সুযোগটা কম। আমাকে হয়তো রিজাইন করে বাংলাদেশ দলের কোচ হতে হবে। সেটা অনেক পরের কথা। তবে হ্যাঁ, অবশ্যই। খেলা ছাড়ার পর থেকেই আমি কোচিং করাই। তখন থেকেই আমি স্বপ্ন দেখি, বাংলাদেশের ক্রিকেটের একদিন কোচ হব।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…