এইমাত্র
  • দক্ষিণ আফ্রিকার এক স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
  • শিবচরে দুর্বৃত্তের আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
  • প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন: আইন উপদেষ্টা
  • তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক
  • শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা
  • ৬টি কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে: উপদেষ্টা রিজওয়ানা
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    আন্তর্জাতিক

    ভারতে ধ্বংস করার জন্য জব্দ মদের বোতল লুট করল জনতা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

    ভারতে ধ্বংস করার জন্য জব্দ মদের বোতল লুট করল জনতা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

    জব্দ করা মদের বোতল ধ্বংস করার জন্য মাটিতে সারি সারি করে রাখা হয়েছে। পাশে এস্কেভেটরও রাখা হয়েছে। সেখানে উপস্থিত আছেন পুলিশ সদস্যরাও। কিছুক্ষণের মধ্যে বুলডোজার দিয়ে ধ্বংস করা হবে শত শত মদের বোতল। কিন্তু আচমকাই সেখানে হাজির হন কয়েক ডজন মানুষ। তারা একের পর এক মদের বোতল নিয়ে দৌঁড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে মদের বোতল ফেরত নেয়। এতে অনেকের সাথে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডাও হয়।

    মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশের অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অন্ধ্র প্রদেশের রাজধানী আমরাবতী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের গুন্টুর এলাকায় পুলিশ জব্দ করা মদের বোতল মাটিতে সারি সারি করে রেখেছে।

    প্রায় ৫০ লাখ রুপি মূল্যের এসব মদ ধ্বংস করার জন্য গুন্টুর ইতুকুরু সড়কের ডাম্পিং ইয়ার্ডে নেওয়া হয়। কিন্তু সেখানে আচমকাই ভিড় তৈরি হয়। সেই ভিড়ের মধ্যে থেকে অনেকেই মদের বোতল নেওয়ার জন্য হুড়োহুড়িতে জড়িয়ে পড়েন। অনেকে মদের বোতল নিয়ে পালিয়ে যান।

    ভিডিওতে দেখা যায়, জব্দ করার জন্য মাটিতে রাখা মদের বোতলের আশপাশে অনেক মানুষ জড়ো হয়েছেন। তাদের মধ্যে অনেকেই একাধিক বোতল নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ পুলিশের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন।

    লোকজন চারদিক থেকে বোতল লুটপাটের চেষ্টা করলেও পুলিশ সদস্যদের বলপ্রয়োগ করতে দেখা যায়নি। সেখানে আসলে কী ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে লুটপাটে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

    সূত্র: এনডিটিভি।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…