এইমাত্র
  • নির্বাচনের সময়সীমা নির্ধারণ তিন মাস পর: মাহফুজ আলম
  • আটাশির পর এমন বন্যা দেখেনি শেরপুরের মানুষ
  • কেরানীগঞ্জে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৩
  • সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
  • এবার সংবিধান বাতিলের দাবি হাসনাত আবদুল্লাহর
  • বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি, চরম ভোগান্তিতে কুমিল্লা নগরবাসী
  • পিরোজপুরে ৪৫৮টি মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
  • নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ: জামায়াতের আমির
  • রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার হবে না: নুরুল হুদা
  • মিরসরাইয়ে ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • আজ শনিবার, ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    পূজায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: সিলেট সেক্টর কমান্ডার

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম

    পূজায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: সিলেট সেক্টর কমান্ডার

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম

    বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে পূজা মন্ডব গুলোতে। এছাড়াও যে কোন পরিস্থিতিতে ১৫ মিনিটের মধ্যে আমাদের লোকজন চলে আসবে মন্ডপে বলে জানিয়েছেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী,বিজিবিএম।

    তিনি শনিবার (৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাজারগাও শ্রী শ্রী অদৈত্ব জন্মধাম পণতীর্থ সার্বজনীন পূজা মন্ডপে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।

    সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভায় তিনি আরও জানান,যারা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসব বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। কোন ছাড় দেয়া হবে না।

    তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে সীমান্ত এলাকায়। মাদকের বিষয় কোনো ছাড় দেয়া হবে না,কঠোর পদক্ষেপ নেয়া হবে,মাদক ব্যবসায়ী ও মদদদাতারা যত বড় শক্তিশালী হউক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

    এসময় তিনি বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সীমান্তের ০৮ কি.মি. এর মধ্যে বিদ্যমান পূজা মন্ডপ সমূহে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা,দুস্কৃতিকারীদের নাশকতামূলক কর্মকান্ডের অপচেষ্টা রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পূজা মন্ডপ কমিটিসহ স্থানীয় সকলের সহযোগীতার আবহমান জানান।

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া,শ্রী শ্রী অদৈত্ব জন্মধাম কমিটির সভাপতি মদূসূদন রায়,লাউড়েরগড় মাদ্রাসা মাওলানা মাইনুদ্দিন,তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গনেশ তালুকদার,পূজা মন্ডপ কমিটির সভাপতি, সেক্রেটারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং লাউরগড় এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…