সৌদি আরবে গাড়িচাপায় মো. শাকিল মাঝি (২৩) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
রবিবার (১৩ অক্টোবর) সকালে দেশটির আভা খামিজ মোসাইদ শহরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো.শাকিল মারা যান।
নিহত শাকিল লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির, কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।
নিহত শাকিলের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ৬ মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাড়ি জমান । সেখানে সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন।
ঘটনার দিন সে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে গাড়ি পেছনে নেওয়ার সময় চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা রয়েছে।
পিএম