এইমাত্র
  • ঢাবি এলাকা ঘুরে বিপ্লবীদের গ্রাফিতি দেখলেন ড. ইউনূস
  • জাতীয় ৮ দিবস বাতিলের বিষয়ে আওয়ামী লীগের বিবৃতি
  • সাকিবকে একাদশে রেখেই মিরপুর টেস্টের দল ঘোষণা বিসিবির
  • যুব মহিলা লীগের সভাপতি তনু গ্রেফতার
  • কম্পিউটার কাউন্সিলে ৯ম থেকে ২০তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ে চাকরি, নেবে ৫২ জন
  • সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান রিজভীর
  • আমি আয়নাঘরের কারিগর নই: জিয়াউল আহসান
  • ‘নেতানিয়াহুর মনে রাখা উচিত জাতিসংঘের সিদ্ধান্তেই ইসরাইলের জন্ম’
  • সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে
  • আজ বুধবার, ১ কার্তিক, ১৪৩১ | ১৬ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    যুব মহিলা লীগের সভাপতি তনু গ্রেফতার

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পিএম

    যুব মহিলা লীগের সভাপতি তনু গ্রেফতার

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পিএম

    ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের বহিষ্কৃত সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মুক্তাগাছা থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তনুর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় নাশকতা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইসরাত জাহান তনু পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে মুক্তাগাছা থানায় যান। থানার কাজ শেষে বাসায় যাওয়ার জন্য বের হয়ে থানার গেইটে আসলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার পথ আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

    গত ৭ অক্টোবর মুক্তাগাছা থানায় রুজু হওয়া নাশকতা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তনু উপজলার তারাটি ইউনিয়নের কলাকাদা গ্রামের মত ডাঃ এএলএম গোলাম আরহামের কন্যা।

    মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ইসরাত জাহান তনু পারিবারিক সমস্যা নিয়ে থানায় আসেন। আমার সাথে কথা শেষ করে সে চলে যায়। সে আওয়ামীলীগ নেত্রী আমি তা জানতাম না। পরে বিএনপির নেতাকর্মীরা থানার প্রধান ফটকের সামনে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে।

    তিনি আরও জানান, বুধবার সকালে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হলে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

    প্রসঙ্গত, ইসরাত জাহান তনু ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ যুব মহিলা লীগ মুক্তাগাছা উপজলা শাখার সভাপতি নির্বাচিত হন। সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ১ এপ্রিল বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তনুকে বহিষ্কার করা হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…